সিদ্ধিরগঞ্জে ইয়াবা পাচারকারী আটক, প্রাইভেটকার ও ৯০ হাজার টাকা জব্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে মো: নুর আলম ওরফে রানা (৩৬) নামে এক ব্যাক্তিকে আটক করেছেন র‌্যাব-১১ দল। গত ৩১ অক্টোবর বুধবার বিকাল ৪: ২০ মিনিটের দিকে সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে প্রাইভেটকার, নগদ টাকা ইয়াবা ও দুইটি মোবাইলসহ আটক করা হয়েছে।

র‌্যাব-১১ দল সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে আটককৃত আসামী মো: নুর আলম ওরফে রানার দেহ ও প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির পঞ্চাশ হাজার টাকা ও দুইটি মোবাইল উদ্ধার করেন।

পরবর্তীতে আটককৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়াস্থ তার ভাড়া বাসায় র‌্যাব-১১ এর দল অভিযান চালিয়ে আরো এক হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির চল্লিশ হাজার টাকা উদ্ধার করেন র‌্যাব-১১ দল।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো: জসিম উদ্দীন চৌধুরী গনমাধ্যমকে এক বিবৃতে জানান, আটকৃত আসামী মো: নুর আলম ওরফে রানার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন কালুয়াই গ্রামো দীর্ঘদিন যাবত সে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করে আসছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত আসামী মো: নুর আলম ওরফে রানা জানায় দীর্ঘ ৪ বছর যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। টেকনাফের ইয়াবা পাচারকারীরা সরাসরি তার কাছে বিভিন্ন পরিবহন ও লোকজনের মাধ্যমে ইয়াবা পাঠায়। রানা এই ইয়াবা গুলো ঢাকা, গাজীপুর, নারয়াণগঞ্জ ও নরসিংদী জেলার পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে এই ইয়াবাগুলো পৌঁছে দিত। ইয়াবার ব্যবসা করে সে একটি ট্রাকের মালিক হয়েছে। ইয়াবা পরিবহনের সুবিধার্থে বছর খানেক আগে একটি প্রাইভেট কার কিনেছে। জব্দকৃত প্রাইভেটকারটি নিজে চালিয়ে পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিত বলে জানায়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত