সিটি কর্পোরেশনকে সেলিম ওসমানের অনুরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মর্গ্যাণ গালর্স হাইস্কুল এন্ড কলেজ এবং বন্দরে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে সবিনয় অনুরোধ রেখেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষন করে অনুরোধ রেখে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যাপারে তিনি বলেন, আমরা চাইনা কোন কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হোক, তেমনি আমরা এটাও চাইনা জনগনের চলাচলে যাতায়াতের রাস্তায় কোন বিঘœ হোক। যেহেতু সিটি কর্পোরেশন থেকে রাস্তার জন্য জায়গা নিতে চায় তাই নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সেচ্ছায় অন্যত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে। যেহেতু স্কুলের জায়গাটি স্কুলের সম্পত্তি তাই সিটি কর্পোরেশনের কাছে সবিনয় নিবেদন রাখছি সিটি কর্পোরেশন যেন প্রতিষ্ঠানটি থেকে জায়গাটি কিনে নেয়।

অপরদিকে মগ্যার্ণ গালর্স হাইস্কুল এন্ড কলেজের ব্যাপারেও সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, শহরের সকলেই অবগত আছেন পেছনের যে জায়গাটিতে সিটি কর্পোরেশন থেকে অট্টালিকা নির্মাণ করা হচ্ছে। সেখানে মর্গ্যাণ গালর্স স্কুলের জায়গা ছিল। এ নিয়ে যখন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করতে চেয়েছিল তখন আমি স্কুলে এসে তাদের সাথে কথা বলে বুঝিয়েছি। তাদেরকে রাস্তা না নামার অনুরোধ জানিয়েছি। তারা আমার কথা শুনেছে। আমিও তাদেরকে নতুন একটি ভবন নির্মাণে আমার যথাসাধ্য সহযোগীতা করেছি। যে ভবনটি স্কুলের শিক্ষার্থীরাই বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব ভবন নামে নামকরনের দাবী রেখেছে আর আজকে সেটি উদ্বোধন হয়েছে।

আমি সকল কাগজপত্র ঘেটে দেখেছি স্কুলটির পক্ষ থেকে কোন মামলা মোকদ্দমা করা হয়নি। তাই আমি সিটি কর্পোরেশনের কাছে সবিনয় অনুরোধ করবো পেছনে যে বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে সেখান থেকে যেন একটি ফ্লোর মগ্যার্ণ স্কুলের নামে বরাদ্দ দেওয়া হয়। ওই ফ্লোর থেকে যে আয় হবে সেই আয়ের অর্থ প্রতিষ্ঠানের তহবিলে জমা থাকবে এবং সেটি দিয়ে প্রতিষ্ঠানের মেধাবী, দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগীতা করা হবে। কেউ যদি বিদেশে লেখাপড়া করার সুযোগ পায় প্রয়োজনে প্রতিষ্ঠানটি ওই অর্থ থেকে তাকে সহযোগীতা করবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের  বিভিন্ন স্থানে সরকারী সম্পত্তি মাত্র ১ টাকা মূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন সাধারণ জনগনের কল্যাণে ব্যবহার করার জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মালিক নারায়ণগঞ্জের জনগন। আর মর্গ্যাণ স্কুলে নারায়ণগঞ্জবাসীর সন্তানেরাই লেখাপড়া করে। নারায়ণগঞ্জের জনগনের পক্ষ থেকে আমি সিটি কর্পোরেশনকে এ অনুরোধ করছি।

শনিবার (২০এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টায় বন্দর ও শহরের মোট ৭টি স্কুলের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ৪ কোটি ১০লাখ টাকার অনুদান প্রদান করেন এমপি সেলিম ওসমান।  যার মধ্যে সকালে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিকেলে মর্গ্যাণ গালর্স হাইস্কুল এন্ড কলেজ তার ব্যক্তিগত অর্থায়নে নবনির্মিত বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের মালিক জনগন। জনগন ভোটের মাধ্যমে একজন ব্যক্তিকে সেখানে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। কোন নির্বাচিত সরকার যেমন একটি দেশে মার্শাল ল জারি করতে পারে না তেমনি সিটি কর্পোরেশন কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এমনটি করতে পারেন না।

এদিকে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর করতে বাগবাড়ি এলাকায় ৪৫ শতাংশ একটি জমি ক্রয় করার জন্য ১ কোটি ৫০ লাখ টাকার চেক স্কুল পরিচালনা কমিটির হাতে তুলে দিয়েছেন সেলিম ওসমান ও তাঁর সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান। ওই জমিতে ১০তলা ফাউন্ডেশনে একটি ৮তলা বহুতল একাডেমী ভবন নির্মাণের জন্য আরো ১ কোটি ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেই সাথে আগামীকাল থেকে নতুন জমিতে কাজ শুরু করতে সকলের প্রতি অনুরোধ রেখে সবাইকে সম্মিলিতভাবে সহযোগীতা করার আহবান রেখেছেন। যাতে করে আগামী অক্টোবর মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি নতুন জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়।

অপরদিকে মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজের উদ্বোধন হওয়া নবনির্মিত বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিবটি উর্ধমূখী সম্প্রসারন করে ৬তলায় রূপান্তরিত করতে ব্যক্তিগত তহবিল থেকে প্রথম ধাপে আরো ৭৫লাখ টাকার চেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং স্কুল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। দ্বিতীয় ধাপে আরো ৭৫ লাখ টাকা দিয়ে সহযোগীতা করা হবে বলে তিনি ঘোষণা দেন। সেই সাথে স্কুলের উত্তরপাশের জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে নতুন আরেকটি ভবন নির্মাণের কথা উল্লেখ করে ভবনটি দ্রুত ভাঙ্গার অনুমোদন পেতে জেলা প্রশাসকের সহযোগীতা কামনা করেছেন তিনি। পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক রাব্বি মিয়া সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

আগামী মঙ্গলবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা উল্লেখ করে প্রতিটি স্কুলের অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এমপি সেলিম ওসমান নিজের এবং সহধর্মিনীর মিসেস নাসরিন ওসমানের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ্ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির দাতা সদস্য আহসান উল্লাহ, বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য আব্দুস সালাম খোকন, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাপ হোসেন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন সুকুম, সহ প্রতিটি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দরা।

উল্লেখ্য, বন্দরে নবীগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা তৈরি করার কারনে ক্ষতিগ্রস্ত ও বিপদজ্জনক অবস্থায় থাকা নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়টি অন্যত্র নির্মানের লক্ষ্যে জমি কেনা বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা, মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজে আরো একটি নতুন ভবন নির্মাণের জন্য প্রথম ধাপে ৭৫ লাখ টাকা, শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে ভবনটির ৪র্থ তলা নির্মাণের জন্য প্রথম ধাপে ৭৫ লাখ টাকা, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও অন্যান্য উন্নয়নের জন্য দ্বিতীয় ধাপের ২৫ লাখ টাকা, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৪র্থতলার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ২৫ লাখ টাকা, দেওভোগে বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে ২৫লাখ টাকা, এবং সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে বঙ্গবন্ধু অডিটরিয়াম নির্মাণের জন্য দ্বিতীয় ধাপে ২৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও ধামগড় এলাকায় অসহায় দরিদ্র তৈয়ব আলীকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও স্কুলের ১০জন শিক্ষার্থীকে ১০টি ল্যাপটপ প্রদান করা হয়েছে। সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান এসব অনুদানের চেক সকলের হাতে তুলে দেন।

add-content

আরও খবর

পঠিত