সিআইপি পুরস্কার পেলেন সেলিম ওসমানের জামাতা অপূর্ব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি (সিআইপি) পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের জামাতা উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক আখতার হোসেন অপূর্ব। ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ২০১৭ সালে প্রথমবারের মতো বিদেশে বাংলাদেশী পন্য আমদানীকারক ক্যাটাগরীতে তাকে প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রনালয় কৃর্তক এ সিআইপি পুরস্কার প্রদান করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সিআইপি পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আখতার হোসেন অপূর্ব ১৯৮০ সালের ১৫ মার্চ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার প্রয়াত আনোয়ার হোসেন ও আঞ্জুমান আরা হোসেন এর ঘরে জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অর্নাস এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি ইউরোপীয় ইউনিয়নের ফুলব্রাইট স্কলারশীপ নিয়ে কম্পারেটিভ লোকাল ডেভেলাপমেন্ট বিষয়ে ইউরোপের চারটি দেশের চারটি বিশ্ববিদ্যালয় থেকে জয়েন্ট প্রফেশনাল ডিগ্রি লাভ করেন।

২০০৫ সালে তিনি ঢাকস্থ সমুন্নয় নামক গবেষণা প্রতিষ্ঠানে আর্থসামাজিক গবেষক হিসেবে কর্মজীবনের যাত্রা শুরু করেন। ২০০৮ সালে তিনি  স্কলারশীপের জন্য ২বছর বিদেশে অবস্থানের পর ২০১০ সালে দেশে ফিরে আসনে এবং ২০১১ সাল পর্যন্ত তিনি রিসার্চ ফেলো হিসেবে একই প্রতিষ্ঠানে  কর্মরত ছিলেন।

২০১১ সাল থেকে তিনি ব্যবসা শুরু করেন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর প্রস্তুতকৃত নীটপন্য মালয়েশীয়ায় নিজস্ব ব্রান্ডে  আমদানী শুরু করেন। ২০১৫-২০১৬ অর্থ বছরে তিনি বাংলাদেশ থেকে প্রায় ৫৬ লাখ ডলারের নীট পন্য আমদানী করেছেন।

add-content

আরও খবর

পঠিত