সাড়ে ২২ কেজি গাঁজাসহ আড়াইহাজারে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. বাদশা (২২) এবং মো.ছোরাপ খাঁন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১২ই মার্চ শনিবার রাতে আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সাড়ে ২২ কেজি গাঁজা এবং ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করে র‌্যাব।

১৩ই মার্চ রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. বাদশা এবং মো.ছোরাপ খাঁন তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে এবং বিভিন্ন অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত