সালামের উত্তর দিলেই খোয়া যাবে মোবাইল-মানিব্যাগ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাস্তায় হঠাৎ লম্বা সালাম, যেন বহু পরিচিত কেউ। সালামের উত্তর দিয়েছেন তো খোয়া গেল মোবাইল-মানিব্যাগ। কিংবা চলতি পথে কারো সাথে ধাক্কা। তার হাত থেকে পড়ে খানখান, মোবাইল ফোন। পাশেই থাকা সহযোগীসহ আপনার কাছ থেকে আদায় করা হবে আগে থেকেই ভাঙা সেই মোবাইল ফোনের দাম। রাজধানীতে এমন অভিনব কায়দায় ফাঁদে পড়ছেন অনেকেই। পুলিশ জানায়, এমন অবস্থায় আশপাশের মানুষের সহায়তা বা ত্রিপল নাইনে ফোন দিয়ে রক্ষা পেতে পারেন ভুক্তভোগীরা।

সময়ের সঙ্গে দৌড়ায় জীবন। সকাল থেকে সন্ধ্যা নগরের এমন ব্যস্ততার ছবি এখন নিত্যদিনের। পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছেন, তা দেখার সময় নেই কারও। জীবিকার তাগিদে দম ফেলার সময় নেই প্রায় ২ কোটি মানুষের এই শহরের বাসিন্দাদের। সবার ব্যস্ততার এই সুযোগ নিয়ে অপরাধীরাও নিত্য নতুন ফন্দি এটে হরহামেশাই কেড়ে নিচ্ছে সর্বস্ব।

রাজধানীর চকবাজার এলাকা, রাস্তায় হেঁটে যাওয়ার সময় ভোলা জজকোর্টের আইনজীবী সুমনের ধাক্কা লাগে এক ব্যক্তির সাথে। পড়ে ভেঙে যায় তার হাতে থাকা মোবাইল। অভিযোগ করেন, সুমনের ধাক্কায় ভেঙ্গেছে তা। দাবি তোলেন ক্ষতিপূরণের। সঙ্গে যোগ হন আরও দুজন। তাৎক্ষণিকভাবে ২ হাজার ৯০০ টাকা দিতে রাজি হলেও তাদের দাবি ৫ হাজার।

এক পর্যায়ে সুমনের মানিব্যাগ কেড়ে নিয়ে, পাশের এটিএম বুথে ঢোকে তারা। তিন দফায় তুলে নেয় ১৯ হাজার টাকা।

সুমন বলেন, আমাকে জিজ্ঞেস করে, কি করেন আপনি, আম যখনই বললাম আমি একজন আইনজীবী সাথে সাথেই আমাকে আমার মোবাইল আর মানিব্যাগটা দিয়ে দিল। এরপরে আমাকে বলল যে, এখানে কোন বাড়াবাড়ি করবেন না করলে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। এই কথা বলে ওনারা চলে যায়।

আর এক ঘটনা ১৪ই জানুয়ারির। পুরান ঢাকায় রিকশার যাত্রী অনিমেষকে পেছনের রিকশা থেকে সালাম দেন এক ব্যক্তি। জবাবের অপেক্ষা না করেই, চলে আসেন তার রিকশার সামনে। সাথে যোগ দেন আরও দুতিনজন। নিমিষেই অনিমেষের পকেট থেকে ছিনিয়ে নেন ৩০ হাজার টাকা ও মোবাইল।

ঘটনার বর্ণনায় অনিমেষ বলেন, আমার সাথে ডান হাত মিলাইলো আর বাম হাত আমার পকেটে ঢুকিয়া আমার কাছ থেকে টাকা আর অন্যপাসে যে লোক দাঁড়িয়ে ছিল সে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ওখান থেকে চলে গেল।

পুলিশের লালবাগ বিভাগেই গত দুমাসে ধাক্কা ও সালাম দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে অন্তত ৪টি। যদিও দুটি ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এডিসি কামাল উদ্দিন বলছেন, গত দুমাসে এরকম একটা ট্রেন্ড লক্ষ্য করা গেছে। সালাম পার্টি, ধাক্কার মত বা হঠাৎ করে এসে ঘিরে ধরে। অথবা রিক্সায় একা থাকলে সামনে-পিছে থেকে আরও ২-৩টি রিক্সা এসে ঘরে ধরে।

আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শ রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হলে তাৎক্ষণিক আশেপাশের পুলিশ কিংবা পথচারিদের সাহায্য নেয়ার।

add-content

আরও খবর

পঠিত