সাম থিং ইজ রং : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এ দেশে মোস্তাকের জন্ম হয়েছে। মীর জাফরের জন্ম হয়েছে। তেমনি নবাব সিরাজদৌলা ও বঙ্গবন্ধুর মত মানুষের জন্ম হয়েছে। যুগে যুগে মোস্তাক ও মীর জাফরদের জন্ম হয় এবং এখনও আছে। যারা শহীদ মিনারে দাড়িয়ে দিগন্ত টেলিভিশন খুলে দেওয়ার জন্য ব্যানার নিয়ে দাড়ায়। তারাই আবার রবীন্দ্র নাথের জন্য ব্যানার নিয়ে দাড়ায়। দিগন্ত আর রবীন্দ্র নাথ কখনই এক হতে পারে না। যারা দিগন্ত টেলিভিশনের জন্য ব্যানার ধরে তারাই আবার রবীন্দ্র নাথের জন্য ব্যানার নিয়ে দাড়ালে বুঝে নিতে হবে এখানে সাম থিং ইজ রং।

বুধবার ১৭ মে দুপুর দেড়টায় শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ১টায় পুরাতন কোর্ট এলাকায় জেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাংষ্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল, শিল্পকলা একাডেমীর যুগ্ম পরিচালক লিয়াকত আলী।

এমপি শামিম ওসমান তার বক্তব্যে নীলফামারি এলাকায় মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলা ঘটনার উদ্বৃত্তি টেনে বলেন, ওরা সাধারণত টার্গেট মিছ করে না। ওরা আসানুল্লাহ মাস্টার, অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়াকে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। ১৬জুন বোমা মেরে আমাকেও হত্যা করার চেষ্টা করেছে। ওরা কাউকে ছাড়বে না। এখন আমরা যেটা দেখছি সেটা আসল বাস্তবতা নয়। ওরা যদি ক্ষমতায় আসে তাহলে তখন যেটা দেখবো সেটাই আসল বাস্তবতা। চারিদিকে কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। নারায়ণগঞ্জের স্বাধীনতার পক্ষের সকল শক্তির প্রতি আহবান রাখছি দলের জন্য দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীতে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় সেলিম ওসমান বলেছেন, শিল্পকলা একাডেমী ভবনটি নারায়ণগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ন ছিলো। আজকে সেই ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। একাডেমী ভবনটি চালু হলে নারায়ণগঞ্জের যুব সমাজকে মাদক এবং জঙ্গীবাদের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে বলে। অপরদিকে ঈশা খাঁ কেল্লা নামে পরিচিত শহরের হাজীগঞ্জ দূর্গ এবং বন্দরের সোনাকান্দা কেল্লাটি সংস্কার এবং আধুনিকায়ন করার জন্য সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরের প্রতি দাবী রেখেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সেলিম ওসমান তার বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকারের অধীনে নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নের শীতলক্ষ্যা সেতু-৩ উপহার দিচ্ছেন, বন্দরের মদনগঞ্জের শান্তিরচরে নীটপল্লীর অনুমোদন দিয়েছেন যেখানে প্রায় ১২ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মুছাপুরের লাঙ্গলবন্দে ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন, কদমরসুল কলেজ সরকারীকরণের দলিল সম্পাদন হয়েছে, শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ডাবল রেললাইন স্থাপনের প্রকল্প অনুমোদন হয়েছে, চাষাঢ়ায় শ্রমিকদের জন্য একটি শ্রমিক হাসপাতাল নির্মিত হচ্ছে, বন্দর খেয়াঘাটের উভরপাড়ে ব্যাপক উন্নয়ন করা হয়েছে, খেয়াঘাট সংলগ্ন জায়গা জেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়াও শহর ও বন্দরের রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করার কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের এ গতিকে অব্যাহত রাখতে হবে। এরজন্য নারায়ণগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, নাজমুল আলম সজল, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, মতিউর রহমান মতি, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত