নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপার দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষ ভালবাসতে জানি। মানুষের বিপদে পাশে দাড়াতে জানি। তার জ্বলন্ত উদাহারণ হলো মিয়ানমারের প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, মমতাময়ী নেত্রী শেখ হাসিনা মায়ের মত তাদের আশ্রয় দিয়েছেন। আর সেজন্যই নেত্রীকে মাদার অব হিউম্যানিটি খেতাব দেয়া হয়েছে। শনিবার সোনারগাঁও উপজেলার আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজারে দেশের খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী অমল পোদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে আবহমান কাল থেকেই বিভিন্ন ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে একে অপরের সাথে মিলেমিলে বাস করছে। আমাদের সোনারগাঁয়ে এবারও প্রতিবারের মত জাকজমকপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এবং সরকার প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন সহ পূজার সার্বিক বিষয় খোঁজ খবর নিচ্ছেন। দূর্গা পূজা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হোক এবং প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজার আনন্দ উপভোগ করুক আমার পক্ষ থেকে সে কামনা রইলো।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, জামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হুমায়ুন মেম্বার, সাদিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সা. সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রূপন পাল, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা, ক্রীড়া সম্পাদক পারভেজ মোল্লা, যুবলীগ নেতা জয়নাল, নাজমুল ও আকিবুর, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীন, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা বাদল, মামুন, যুবলীগ নেতা আবু সাঈদ, মজিবুর, শিক্ষানুরাগী রনি, রাজীব দাস সহ বিভিন্ন নেতা-কর্মী ও পূজার সাথে সম্পৃক্ত সকলে উপস্থিত ছিলেন।