সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত নোটসহ জেএমবি সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জঙ্গীবাদী বই, লিফলেট এবং সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত নোটসহ জেএমবির সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। সোমবার ১৮ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত জেএমবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার বাসায় প্রায়ই সংগঠনের প্রশিক্ষণ পরিচালিত হত এবং সংগঠনের কাজ পরিচালনার জন্য গোপন বৈঠকের আয়োজন করা হত।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৫টায় ঢাকার বনানী ও ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-১০৫ তারিখ ২৯ জুলাই ২০১৭ এর এজাহার নামীয় পলাতক আসামীকে মোঃ মামদুদুর রহমান @ মাহমুদুল হাসান @ মিশু @ হেলাল (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য ঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়া এবং জামালপুরের বিভিন্ন এলাকায় সংগঠনের জন্য দাওয়াতী এবং সামরিক শাখার সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। এছাড়াও সে সংগঠনের জন্য নিয়মিত ইয়ানত প্রদান করত এবং ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত সংগঠনের সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, তার বাসায় প্রায়ই সংগঠনের প্রশিক্ষণ পরিচালিত হত এবং সংগঠনের কাজ পরিচালনার জন্য গোপন বৈঠকের আয়োজন করা হত। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

add-content

আরও খবর

পঠিত