নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাচ্চু মেম্বার (৫৬) কে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদ ও সহযোগীরা। ১৮ জুন শনিবার বিকালে থানার বক্তারকান্দি আমিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত বাচ্চু মেম্বারকে গুরুতর অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের আশংকা কাটেনি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, বন্দরে বক্তারকান্দি এলাকার মৃত লালচান সরদারের ছেলে বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী আমজাদ খন্দকার ওরফে বল্টু আমজাদের সঙ্গে তারই সৎভাই মুসাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য বাচ্চু মেম্বারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকাল সাড়ে ৫টায় নবীগঞ্জ হতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বক্তারকান্দি এলাকায় পৌঁছলে এ সময় পূর্ব থেকে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা সন্ত্রাসী বল্টু আমজাদ, তার ছেলে হৃদয়, আপন, ভগ্নিপতিমৃত মতিউর রহমানের ছেলে আনিছ, ভাই গুলুর ছেলে আকাশ, টুন্ডা মনিরের ছেলে রিফাত, কানা সেলিমের ছেলে নেছার বাচ্চু মেম্বারের পথ রোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কোপায়। আহতের ডাক চিৎকারে স্বজনরাসহ এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসী আমজাদ বাহিনী দ্রুত সটকে পড়ে। পরে উপস্থিত লোকজন বাচ্চু মেম্বারকে ধরাধরি করে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।