সাবেক প্রেসিডেন্ট এর মৃত্যুতে জেলা বিএনপির শোক

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস আর নেই। ০৩ই নভেম্বর শুক্রবার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রের এই সাবেক অভিবাবক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

এক শোকবার্তায় জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১ তম প্রেসিডেন্ট ছিলেন। সততা, নিষ্ঠা, এবং জনকল্যানকর কাজে নিজেকে প্রতিনিয়ত নিয়োজিত রাখার কারনে তিনি অসংখ্যবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। ছিলেন। ৭৯ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন তিনি । ৯১ এ পার্লামেন্টের স্পীকার ছিলেন।

সংসদীয় পদ্ধতির সরকার ব্যাবস্থা চালুর পর ৯২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে। ৯৬ সালে তত্বাবধায়ক সরকারের সময় জেনারেল নাসিম ক্যু করতে গেলে কঠোর হস্তে বিচক্ষনতার সাথে তিনি তা ব্যার্থ করে দেন। কোন হুমকি, ধমকিকে তোয়াক্কা না করে, রাষ্ট্রের সত্যিকার অভিবাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। প্রাজ্ঞ ও কীর্তিমান এই মহান ব্যক্তির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সাথে সাথে শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে বেহেশত নাসীব করুন।

add-content

আরও খবর

পঠিত