সাবেক ছাত্রলীগ নেতা মীর সৃজনের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্টাফ রিপোর্টার ) : জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২০ মার্চ শুক্রবার বাদ আসর ফতুল্লার কুতুবপুর ওয়াবদারপুল  এলাকায় সা‌বেক জেলা ছাত্রলীগ নেতা মীর সৃজ‌নের উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত এ  মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নি।

মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে অ‌তি‌থি হি‌সে‌বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ‌সেবক মীর হেদায়েত উল্লাহ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ‌ সেবক  মীর দিলদার হোসেন, মীর সৈয়দ আহমেদ, মীর সানি, গাজী আতাউর রহমান, ইয়াকুব আলী, আরমান হোসেন, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সা‌বেক সহ সভাপ‌তি অ‌রিফ হো‌সেন, ওয়ার্ল্ড এ‌ন্টি টে‌রো‌রিজম অরগানাই‌জেশন, বাংলা‌দেশ চ‌্যাপ্টার এর সভাপ‌তি ফা‌হিম এ‌মিল, জেলা ছাত্রলীগ সহ সভাপ‌তি টিপু সুলতান, সা‌বেক জেলা ছাত্রলীগ নেতা র‌ফিক সাউদ, নারায়ণগঞ্জ জেলা মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের সভাপ‌তি সৈয়দ র‌নি আলম, পার‌ভেজ আহ‌মেদ রওনক, সা‌বেক জেলা ছাত্রলীগ নেতা আল আ‌মিন।

দোয়া মাহ‌ফি‌লে জা‌তির জন‌ক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও তার প‌রিবা‌রের সকল শহীদ সদস্যদের রু‌হের মাগ‌ফিরাত কামনা এবং বঙ্গবন্ধু ‌কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ না‌সিম ওসমা‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনাসহ নারায়ণগঞ্জ-৫ আস‌নের বর্তমান সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং তা‌দের প‌রিবা‌রের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা ক‌রে দোয়া করা হয়। এছাড়া বর্তমান সময়ে সারা বি‌শ্বে মহামা‌রি আকা‌রে ছ‌ড়ি‌য়ে পরা ক‌রোনা ভাইরাস থে‌কে রক্ষা পে‌তে মহান আল্লাহর দরবা‌রে বি‌শেষভা‌বে দোয়া করা হয়।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মিজান হোসেন, জসীম উদ্দীন, আশরাফুল, রাবিত, গাফফার হোসেন, জীবন, রিফাত, সুজন, ইমরান, মেহেদী, মমিন, রকিবুল, শিপন, দীন ইসলাম, না‌দিম, মিজান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত