নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাদরাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। তবে রিমান্ড শেষে আদালতপাড়ায় তাকে চড়-থাপ্পড় মারে উত্তেজিত আইনজীবীরা। এ সময় ধাওয়া দিলে
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন কাদিরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদরাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যার ঘটনায় ৭ দিনের রিমান্ড আবেদলন করলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। তবে তাকে কেউ চড়-থাপ্পড় মারেনি। পেছন থেকে আইনজীবীরা তাকে দেখে হইহুল্লো করেছে ও তার বিচার দাবি করেছে। পরে তাকে নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামলার রিমান্ড শুনানী শেষে আদালতের কক্ষ থেকে বের হওয়ার সময় কয়েকজন আইনজীবী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মাথার হেলমেটে ও পিঠে চড়- থাপ্পড় মারে। এ সময় পুলিশ তাকে নিয়ে দৌড়ে স্থান ত্যাগ করেন। পরে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়। এদিকে উত্তেজিত আইনজীবীরা সাবেক আইনমন্ত্রীর ফাঁসির দাবিতে আদালতপাড়ায় মিছিল করেছে।
এ বিষয়ে জানাতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সাবেক আইনমন্ত্রীকে কেউ মারধর বা চড়-থাপ্পড় মারেনি। এমন কোন তথ্য আমরা পাইনি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ঘটনার সময় আমি আদালতে ছিলাম না। এ বিষয়ে আমি কিছু জানি না।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দিপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।