নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, আমরা সব ধর্মের মানুষ, আমরা সবাই মিলেমিশে চলছি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবার রক্ত কিন্তু লাল, কেউ বলতে পারবে না আমার ধর্মের রক্ত ভিন্ন। আমরা সবাই সবার সুখে-দু:খে অংশীদার হচ্ছি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির যে স্বপ্ন ছিল, একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া। সেই চেতনার ফসল আমরা যে যেই ধর্মাবলম্বী, সে সেই ধর্মের সবকিছু সুন্দরভাবে পালন করতে পারি। শুধু হিন্দু মুসলিম ধর্ম নয় খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম যে যেই ধর্ম বিশ্বাস করে সবাই আমরা মিলেই বাংলাদেশ। আজ ৮ই ডিসেম্বর বুধবার বাদ আসর বাবুপাড়া লালজী মন্দিরের সামনে এলাকাবাসীর আয়োজনে খান মাসুদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খান মাসুদ আরও বলেন, আমি জনপ্রতিনিধি হতে চাই আপনাদের সাধারণ মানুষের জন্য। যারা সেবা থেকে বঞ্চিত আমি তাদের সেবা করতে চাই। করোনাকালীন সময়ে ২২নং ওয়ার্ডে মামা ভাগ্নে মিলে সরকারি বরাদ্দ লুটপাত করেছে। যার জন্য আমার জনগণ সঠিক ভাবে সরকারি বরাদ্দ পায়নি।
মা বোনদের উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী খান মাসুদ বলেন, আমি আপনাদের ভোট ঠিকই পাবো কিন্তু যারা সমাজে মানুষের হক নষ্ট করে খায়, মানুষের উপর জোরজুলুম করে লুটেপুটে খায় তাদের ভোট পাবো না। কারণ আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছি। আমি ১০ জন গরীব মানুষের স্বার্থে একজন শিল্পপতির সাথে অন্যায় করেছি। আমার স্বার্থে কারো সাথে কখনও অন্যায় করিনি, আজকে তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এবং গবীর মানুষের দোয়া আমার সাথে রয়েছে যার জন্য কোন ষড়যন্ত্র করে তারা সফল হতে পারেনি।
নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে বাবুপাড়া পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খান মাসুদকে সমর্থন করে বক্তব্য রাখেন, বাবুপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ফরিদ আহমেদ রবি, শ্রী শ্রী লালজী মন্দিরের সভাপতি মন্টু, লালজী মন্দিরের ঠাকুর গোবিন্দ মহারাজ, শিপু, দুলাল, কার্তিক। এছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বাবুপাড়া এলাকার ইসলাম, মাসুদ, পারভেজ, মামুন, সাদ্দাম, বাতেন, সজিব, রাজন, পিয়েল, রোকন ও সবুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুদ আহমেদ, যুবলীগ নেতা ডালিম, আরিফুল ইসলাম হিরা, বাবু মোল্লা, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য রাজু আহমেদ।