সাদা শার্টে কালি মাখতে আসি নাই: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুজ্জামান বলেছেন, এ সংগঠন আপনাদের, আমার, সবার। আমি যে প্রক্রিয়ায় আসি না কেন, বলেছিলাম চার মাসের জন্য দায়িত্ব নিয়েছি। ইচ্ছে ছিল, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। কিন্তু এই চার মাস সহ্য হলো না! এত কী করে ফেললাম এই চার মাসে? এত আলোচনার সৃষ্টি হয়েছে; আমি আলোচনাকে সাধুবাদ জানাই।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে চেম্বারের সভাপতি বলেন, যাই করেন গঠনমূলকভাবে করেন। ব্যক্তিগত আক্রমণ কইরেন না। আমি আমার সাদা শার্টে কালি মাখতে এখানে আসি নাই। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। আমি সংগঠনে থাকা অবস্থায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি সহ্য করবো না।

তিনি আরও বলেন, সরকারের পালা বদলের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন অনেকের অনুরোধে আমি চেম্বারের দায়িত্ব নিতে বাধ্য হই। এটি আপনাদের সংগঠন। এর দায় সকল সদস্যের। আমরা চাই ভবিষ্যতে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদের সদস্য নির্বাচন করবেন।

মাসুদুজ্জামান বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমার কিছু শুভাকাক্সক্ষী বলেছিল,  একজন ভালো লোক পাওয়া গেছে। যারা নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ। তখনই আমি তাদেরকে বলেছিলাম, আপনারা কিছুদিন অপেক্ষা করেন, বিরোধীতা শুরু হয়ে যাবে। সেই বিরোধীতা শুরু হয়ে গেছে।

তিনি বলেন, আমি সবার আগে একাউন্ট দেখে গিয়েছি। আমি ধন্যবাদ জানাই, যারা এই পরিষদে আছেন। তারা ঠিকভাবে এ কাজটা করতে পেরেছেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক দৈন্যতা রয়েছে। যে টাকা এখানে আছে, এই ক্যাটাগরির চেম্বারে এত থাকার কথা না আরও বেশি থাকা কথা। কিন্তু সাধারণ ব্যবসায়ীদের উপর চাপ যাতে না পড়ে, তাই চাঁদা কম রাখা হয় এবং এ কারণেই এই বাজেটটা কম। কখনো কখনো বিভিন্ন প্রোগ্রামের জন্য এখান থেকে টাকা নেয়া হয়। আপনার সংগঠন আপনারা রক্ষা করছেন। আমরা পাশে থাকবো।

add-content

আরও খবর

পঠিত