নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : দেড় বছরের শিশু সাদমান সাকি নিখোঁজের ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবার স্মারকলিপি প্রদান করেছে সাকির পিতা সাবেক ছাত্রলীগ নেতা ওমর খালেদ এপন৷ মঙ্গলবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়৷ এর অনুলিপি জেলা পুলিশ সুপারের কাছেও প্রদান করা হয়েছে৷
স্মারকলিপিতে এপন উল্লেখ করেছেন, আমার দেড় বছরের শিশু নিখোঁজ হওয়ার পর প্রায় ১৭ মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সান্তনা ও আশ্বাস ছাড়া আজ অবধি কিছুই পেলাম না৷ আমার শিশুপুত্রকে উদ্ধারের জন্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতাসহ সকলের দ্বারে দ্বারে পাগলের মতো আকুতি-মিনতি করেও কোন ফল না পেয়ে বর্তমানে আমি ও আমার পরিবার মানবেতর জীবনযাপন করছি৷ আমি স্ত্রী সন্তান হারিয়ে নির্বাক হয়ে গেছে, সে এখন শয্যাশায়ী৷ আমি ও আমার পরিবার আমার শিশু সন্তানকে ফিরে পেতে আপনার (প্রধানমন্ত্রী) দুয়ারে ভিক্ষাপ্রার্থী৷
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বজন হারানোর বেদনা আপনার চেয়ে ভালো কেউ জানে না৷ আমার শিশুপুত্রকে আপনার রাসেল ভেবে হলেও আমার ছেলেকে উদ্ধার করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন বলে আশা করছি৷