সাকিবের জায়গায় ঢাকা টেস্টে সুযোগ পেল সৌম্য সরকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ঢাকা টেস্টে সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আজ ১০ ফেব্রুয়ারি বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটার। এর আগে ৯ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা টেস্টে উইন্ডিজকে হারাতে পারলে টাইগাররা টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হবে। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সাকিব আল হাসান ছিটকে পড়েছেন চোটের কারণে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়ে গিয়েছিলেন উরুতে ব্যথা পেয়ে, ওই টেস্টে পরে আর খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও সাকিবকে মাঠের বাইরে হাঁটাচলা করতে দেখা গেছে। তাই অনেকেরই আশা ছিল, প্রথম টেস্টে মিস করলেও দ্বিতীয়টিতে ঠিকই পাওয়া যাবে তাকে। কিন্তু টেস্ট শেষ করে সাকিব সরাসরি বাসায় চলে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পরে জানায়, সিরিজই শেষ হয়ে গেছে দেশসেরা অলরাউন্ডারের।

সাকিবের বদলি হিসেবে ঢাকা টেস্টের বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা সৌম্য আগামীকাল যোগ দেবেন দলের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৯ই ফেব্রুয়ারি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৌম্যকে দলে ডাকার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে চোটে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে পাওয়া চোট থেকে সেরে না ওঠায় সাকিব বাদ পড়েছেন।

সৌম্য ১৫ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে করেছিলেন দুই ইনিংস মিলিয়ে ৩২ রান। ওই ম্যাচের পর বাংলাদেশ খেলেছে পাঁচটি টেস্ট। দলে ডাক পেলেও সৌম্য একাদশে থাকবেন কি না, সেটিই বড় প্রশ্ন। গত বছর পাকিস্তান সফরে টেস্ট দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি এই পেস বোলিং অলরাউন্ডারের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য।

সৌম্যর টেস্ট ক্যারিয়ারটাও খুব ঝলমলে নয়। ১৫ টেস্টে ২৯.২১ গড়ে করেছেন ৮১৮ রান। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করা ১৪৯ রানই এখনো সৌম্যর টেস্ট ক্যারিয়ারের হাইলাইটস হয়ে আছে। টেস্টে এই একটিই সেঞ্চুরি বাঁহাতি ব্যাটসম্যানের। টেস্টে বোলিংয়ে সৌম্য পেয়েছেন উইকেট।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সাকিবের বাঁ পায়ের ঊরুতে টান পড়ে। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বাঁহাতি স্পিনার। এরপর বোলিং চালিয়ে গেলেও মোটেও ফিট ছিলেন না। তার আগে দারুণ ব্যাটিংয়ে ৬৮ রান করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভার শেষ করে মাঠ থেকে উঠে যান। এর আগে ওভারে দেন ১৬ রান। বিসিবি বলেছে, চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় দিন বাঁ উরুতে চোটে পড়ার পর থেকে সাকিবকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হচ্ছে না।

জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকলেও বিসিবির চিকিৎসা বিভাগের অধীনে চলবে সাকিবের চিকিৎসা। এরপর তাদের অধীনে পুনর্বাসনের কাজও চলবে।

এদিকে আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্ট হেরে এরই মধ্যে সিরিজে ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

add-content

আরও খবর

পঠিত