নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ফ্রান্স প্রেসিডেন্টের বিদ্রুপের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ফ্রান্সের দুতাবাস ঘেরাও করতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে সাইনবোর্ড এলাকায় গিয়ে বাধার সম্মুখীন হয়েছে নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সোমবার (২রা নভেম্বর) সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় বিভিন্নস্থান থেকে তাদের সর্মথকরা এসে জড়ো হতে থাকে। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশের অনুরোধে সাইনবোর্ড এলাকাতেই শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে দেয় হেফাজত নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ অনুমতি দিলে আব্দুল আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ হেফাজতের কয়েকজন নেতা ঢাকা যান।
এদিকে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সদর থানাধীণ নগরীর চাষাঢ়া থেকে সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ন স্থানে পূর্ব থেকেই অবস্থান নিয়েছিল। এছাড়াও সাইবোর্ড এলাকায় পুলিশ ব্যারিকেট সৃষ্টি করে দেশের বিভিন্নপ্রান্ত থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে অনেককে গাড়ি থেকে নামিয়ে দিতেও দেখা যায়। এসময় দুর্ভোগ পোহাতে হয়েছে অফিসগামী যাত্রী ও জনসাধারণের। পরে নেতাকর্মীদের মোনাজাতের মাধ্যমে বিদায় দিয়ে মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে জেলা হেফাজতের নেতারা ঢাকার সমাবেশে অংশ নেয়ার জন্য রওয়ানা দেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, সকাল থেকে সাইনবোর্ড এলাকায় সমাবেশে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো হয়ে একটি শান্তিপূর্ণ সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ তাদেরকে অনুরোধ করে যেন তারা যার যার বাড়িতে চলে যায়। পরে নারায়ণগঞ্জের হেফাজতের নেতাদের সাথে কথা বলে সমাবেশে অংশগ্রহণের জন্য কয়েকজন নেতাকে ঢাকা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।