নারায়ণগঞ্জ বার্তা ( নিজস্ব প্রতিনিধি ) : বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজউদ্দিন আহমেদ লাভলুর স্ত্রী ও নারায়ণগঞ্জের ঐহিত্যবাহী রাজনৈতিক পরিবার সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের শাশুড়ি হামিদা আহমেদ মেরী আর নেই । ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন )
৯ আগষ্ট বৃহষ্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে অসুস্থতা জনিত কারণে অয়ন ওসমানের শাশুড়ি হামিদা আহমেদ মেরী ইন্তেকাল করেন। মরহুমার মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফয়েজউদ্দিন আহমেদ লাভলু জানান, আগামীকাল ১০ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা শীতলক্ষ্যার নলুয়ায় উত্তর মসজিদ মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। তারপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।