নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছোট ভায়রা ব্যবসায়ী মীর কামরুল ইসলাম নয়ন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন )। বুধবার শহরের জামতলাস্থ শ্বশুর বাড়ীতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সের কণ্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব জামতলা শ্বশুর বাড়ীতেই মীর কামরুল ইসলাম নয়নের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান সালমা ওসমান লিপি, ছাত্রলীগ সাবেক জেলা সভাপতি এহসানুল হক নিপু, জাতীয় ক্রীড়া সংস্থা জেলা সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা সভাপতি চন্দন শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি শংকর সাহা, অয়ন ওসমান, মহানগর ছাত্রলীগ আহবায়ক মো: হাবিবুর রহমান রিয়াদসহ মরহুম নয়নের পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে, ছোট ভায়রা মীর কামরুল ইসলাম নয়নের অকাল মৃত্যু যেন কোন ক্রমেই মেনে নিতে না পেরে বার বার চোখের জলে মূর্ছা যাচ্ছিলেন সাংসদ শামীম ওসমান। মঙ্গলবার আত্মীয়ের বিয়েতে যোগ দিতে শ্বশুর বাড়ীতে এসেছিলেন নয়ন। কিন্তু অকালেই যে স্বামীকে হারাতে তা কখনো মেনে নিতে পারছিলেন না নয়নের স্ত্রী। অকালে স্বজন হারানোর বেদনায় যেন জানাযায় উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে মরহুমের পরিবারকে সমবেদনা জানান।পরে লাশ ঢাকা মিরপুর নয়নের বাস ভবনে নিয়ে যাওয়া হয়।