সাংবাদিক সোহেলকে আলফা তারকা পুরস্কার প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অনলাইন নিউজ পোর্টাল কুয়াকাটা নিউজ ডট কমের বার্তা সম্পাদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ সোহেল আহম্মেদকে আলফা তারকা পুরস্কার প্রদান করা হয়েছে। পাক্ষিক আলফা পত্রিকার ১৭ বছরে পদার্পন উপলক্ষে গত ২৩ জুলাই, রবিবার রাতে রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলফা তারকা পুরস্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী- স্বরাষ্ট্র, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় এ্যাডভোকেট সাহারা খাতুন এম-পি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মেদ। আলফা পত্রিকার উপদেষ্টা সম্পাদক জুঁই শায়লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ঢাকা-১০ ইলিয়াস উদ্দিন মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সভাপতি- গোলাম কুদ্দুছ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মহাসচিব-ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সভাপতি- শাবান মাহমুদ,বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি, সভাপতি- আবুল হোসেন মজুমদার, দৈনিক গনমানুষের আওয়াজ, সম্পাদক- মোঃ আইনুল হক, ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লিঃ, ব্যবস্থাপনা পরিচালক- জাহাঙ্গীর আলম ভূইয়া, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, চেয়ারম্যান- এম. ইব্রাহীম পাটোয়ারী। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

add-content

আরও খবর

পঠিত