সাংবাদিক সূবর্ণার হত্যার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সূবর্ণা আক্তার নদী (৩২ ) কে ২৮ আগষ্ট মঙ্গলবার রাতে তার বাসার সামনে ডেকে নিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করায় সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবীতে রূপগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে  প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক মকবুল হোসেন, খলিল সিকদার, শফিকুল আলম ভুইয়া মামুন, জিএম শহীদ, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গির আলম হানিফ, সাইফুল ইসলাম, শেখ সুমন আহম্মেদ, এস এম রোবেল মাহমুদ, মাহবুব আলম প্রিয়, সোহেল কিরন, শাহেল মাহমুদ, তুষার, নূর আলম, নূর মোহাম্মদ প্রমূখ।

এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, সারা দেশেই সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অতীতে খুন হওয়া সাংবাদিকদের বিচার না হওয়াতে সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে। পাবনার সাংবাদিক সূবর্ণা আক্তার নদীর প্রাণ ঝড়ালো সন্ত্রাসীরা। অবিলম্বে সূবর্ণাসহ সকল সাংবাদিক হত্যার বিচার সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করার দাবী জানান।

add-content

আরও খবর

পঠিত