সাংবাদিক মান্নানকে দেখতে আসেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক এম এ মান্নান ভূইয়াকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই গুলি চালিয়ে হামলা করে হত্যার চেষ্টা করার ঘটনায় র্বতমানে চিকিৎসাধীন আছে। ২৪ আগস্ট বুধবার খানপুর হাসপাতালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের নির্দেশে পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা. এসআই আঃ সালাম, আমিনুল ইসলাম সহ কয়েকজন কর্মকর্তা দেখতে আসেন ।

এ সময় তমিজ উদ্দিন মৃধা বলেন, মাদক নির্মূলে মান্নানের মত সমাজের সকল স্তরের মানুষকে ভয়ভীতির উর্ধ্বে থেকে এগিয়ে আসা উচিত। যারা এ হামলার সঙ্গে জড়িত এবং শেল্টারদাতা কাউকেই ছাড় দেয়া হবেনা। আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং পাঠানটুলি আইল পাড়া সহ প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মূলে জেলা মাদকদ্রব্য কার্যালয়ের কর্মকর্তারা বদ্ধপরিকর। মাদক মৃক্ত সমাজ গড়তে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, সমাজকর্মী ও সাংবাদিক এম.এ মান্নান ভূইয়া মাদক দ্রব্য ও যৌন হয়রানী প্রতিরোধে এলাকায় সামাজিক আন্দোলন করায় গত ১৮ আগস্ট রাতে অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই গুলি চালিয়ে হামলা করে। এ হামলায় তিনি গুলিবিদ্ধ ও ছুড়িকাঘাত হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রপচার করে অতপর আবার নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত