নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : ফটো সাংবাদিক পাবেলের পিতা শহরের গলাচিপা নিবাসী আলহাজ্ব মো: খলিলুর রহমানের দাফন সর্ম্পূণ হয়েছে। ২৫ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর গলাচিপা জামে মসজিদে নামাজের জানাযা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯ টায় মরহুম খলিলুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিভার এর সমস্যা জনিত কারনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, নাতি ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।