নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : ফতুল্লা মডেল প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফটো সাংবাদিক এমএইচ নয়নের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর শাহ ফতেহ উল্লাহ(রহ:) মাজার প্রাঙ্গণে নয়নের রুহের মাফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সার্যকরী সদস্য এমএইচ নয়ন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকাল তিনি এক স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে যান। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর শাহ ফতেহ উল্লাহ(রহ:) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন,দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।