সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ অভিযুক্ত, প্রতিবেদন জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রামপালবিরোধী হরতাল চলাকালে রাজধানীর শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ কমিশনারের দপ্তরে এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। তবে এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমানের কক্ষে সাংবাদিকরা অপেক্ষা করলেও তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে জানিয়ে রমনা অঞ্চলের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, আজ দুপুরে কমিশনার স্যারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। পরবর্তী কার্যক্রম নেবেন তিনি। এই তদন্ত প্রতিবেদনে কী বলা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্যদেরও নামও জানাননি পুলিশের এই কর্মকর্তা।

গত ২৬ জানুয়ারি জাতীয় তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে শাহবাগে এটিএন নিউজের প্রতিবেদক ইশান বিন দিদার ও আলোকচিত্রী আবদুল আলমকে বেধড়ক পেটায় কিছু পুলিশ সদস্য। এ ঘটনায় রমনা অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাবিদ শৈবালকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা মহানগর পুলিশ।

পুলিশের এই সাংবাদিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ঘটনার একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মৌলভীবাজারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝে মাঝে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। শাহবাগেও এমন কিছু হয়েছে বলে মনে করেন মন্ত্রী। তার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। পরদিন টাঙ্গাইলে এক অনুষ্ঠানে মন্ত্রী স্বীকার করেন, বিষয়টি না জেনেই তিনি মন্তব্য করেছিলেন। ঢাকার আরেক অনুষ্ঠানে নিজের মন্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

 

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত