সাংবাদিক নাদিম এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা পরিবারের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ  ফটো সাংবাদিক নাদিম আহমেদ (৪৫) হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায়  মৃত্যুবরণ করেছেন । শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় নাদিমের ভাই হেলাল এ তথ্য জানান। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবার।এছাড়াও তার রুহের মাগফিরাত সহ জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন গণমাধ্যমটির প্রকাশক ও সম্পাদক এবং আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

জানা গেছে, গত ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে থাকা ছয়টি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় ৩৭ জনকে।

তাদের মধ্যে ইতিমধ্যে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মসজিদের মেঝের নিচ দিয়ে তিতাস গ্যাসের লাইন গিয়েছে। ওই লাইনের লিকেজ থেকে জমা হওয়া গ্যাস বিস্ফোরণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ওই রাতে বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়ছিলেন স্থানীয় ফটো সাংবাদিক নাদিম আহমেদ (৪৫)। বিস্ফোরণে গুরুতর দগ্ধ নাদিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নাদিম।

add-content

আরও খবর

পঠিত