সাংবাদিক নদীকে হত্যার প্রতিবাদে আগামীকাল নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ও প্রতিবাদে আগামীকাল মানববন্ধন অনুষ্ঠিত হবে। আনন্দ টিভি পরিবার ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে সারাদেশে একযোগে বিভিন্ন জেলা ও উপজেলায় এ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩০ আগস্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সংলগ্নে মানবন্ধনের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবীতে স্থানীয়, জাতীয় ও ইলেকট্রনিক গণমাধ্যমের সকল সংবাদকর্মীদের উপস্থিত হয়ে জোরালো প্রতিবাদ জানানোর অনুরোধ জানিয়েছেন আনন্দ টিভি পরিবার ও নারায়ণগঞ্জ সংবাদ দাতা আবু কাউসার ও সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

প্রসঙ্গত, সূবর্ণা আক্তার নদী বেসরকারী টেলিভিশন আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি ও স্থানীয় জাগ্রত বাংলা সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রকাশক। মঙ্গলবার রাতে সূবর্ণা আক্তার নদী (৩২ ) কে তার বাসার সামনে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।

add-content

আরও খবর

পঠিত