নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. খোকন প্রধানকে প্রাণ নাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এঘটনায় রবিবার (৩০ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং-১৫০৪ ।
দায়েরকৃত সাধারন ডায়েরী ও সাংবাদিক মো. খোকন প্রধানের বরাত দিয়ে জানা গেছে, সে দীর্ঘ দিন ধরে স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা, অন লাইন নিউজ পোর্টাল সহ নিজের ফেসবুক আইডিতে মাদক ব্যবসায়ী শেল্টার দাতা এবং গডফাদার দের বিরুদ্ধে লেখালেখি করে যাওয়ায় ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী, শেল্টার দাতা গডফাদারেরা তার উপর ক্ষুদ্ব হয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে ।
তিনি আরো জানান, এ সবের অংশ হিসাবে মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা গডফাদারের নির্দেশে কতিপয় মাদক ব্যবসায়ীরা গত কয়েক দিন যাবৎ তার নিজ বাড়ীতে রাতের অন্ধকারে ঢুকেঁ বয়স্ক মা কে উদ্দেশ্য করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লেখালেখি করার কথা উলেখ্য করে গালাগালি ও দূর্ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে আসছে বলে তিনি জানান। সুত্রের দাবী গত শনিবার দিবাগত (৩০/৬/২০১৯ ইং) আনুমানিক রাত ১ টা ২০ মি. কতিপয় ৪/৫ জন মাদক ব্যবসায়ী বাসার গেটে গিয়ে খোকনের নাম উচ্চারন করে গালাগালি সহ নানা ভয়-ভীতি দেখায় এবং সময় সুযোগ বুঝে খোকন প্রধানকে জীবনে শেষ করিয়া দেওয়ার হুমকি প্রধান করে ।
এঘটনায় সাংবাদিক মো. খোকন প্রধান ও তার পরিবার চরম নিরাপওা হীনতায় ভূগছে, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়। যার নং ১৫০৪, তদন্তের দায়িত্বে রয়েছে এসআই আরিফুর রহমান ।