নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি, বন্দর প্রেস ক্লাবের সভাপতি এবং নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন খান কমলের বাবা মো. মহিউদ্দিন খান ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৭ এপ্রিল ) দিবাগত রাত ১২ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে তিনি মৃত্যুবরণ বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী শুক্রবার (২০ এপ্রিল) মরহুমের আত্মার শান্তি কামানায় কুলখানী ও দোয়া অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে এতে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী সহ সকলদের উপস্থিত থাকার জন্য অনুুরোধ করা হয়েছে।