নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংবাদিক আনিসুজ্জামান অনুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান সাদিক গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। এক শোক বার্তায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ জানান, নারায়ণগঞ্জের সাংবাদিক মহলের অতি পরিচিত মুখ অনুর আকস্মিক মৃত্যুর ফলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার এ মৃত্যুতে শোক প্রকাশ করে মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক এই প্রার্থনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এদিকে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সংগঠনটির সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন এক বিবৃতিতে সাংবাদিক আনিসুজ্জামান অনুর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন।
উল্লেখ্য, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি, শিশু সংগঠক, সাংবাদিক আনিসুজ্জামান অনু আর নেই। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী সহ এক মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যু বরন করেন মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আড়াইটার দিকে রাজধানীর মগবাজার হলিফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকধীন ছিলেন।বাদ মাগরিব ফতুল্লা শিয়াচরস্থ নুর মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ী নবীগঞ্জ কদম রসুল দরগাহ অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়েছে।