সাংবাদিকদের সাথে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের মত বিনিময়

নারায়ণগঞ্জ বার্তা : নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত বহুতম কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে নারায়ণগঞ্জের সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট। উদ্বোধনী অনুষ্ঠানটি ফলাও ভাবে প্রচার করার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ রেখেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

সোমবার ৫ মার্চ রাত ৯টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটরিয়াম কক্ষে জেলা ইউনিটের নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মত বিনিময় কালে এমন অনুরোধ রাখা হয়।

এ সময় ৮মার্চ উদ্বোধনের দিন অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, কমান্ডার আমিনুর রহমান, সামিউল্লাহ মিলন, নুরুল হুদা, শাহজাহান ভূইয়া জুলহাস, মোহাম্মদ আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান বাদল, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেন, এনটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি নাফিজ আশরাফ, এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল আই এর নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজা, বাংলা ভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, মাছরাঙা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি সোহালে আহম্মেদ, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথ, নিউজ২৪ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, ডিবিসি এর নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহম্মেদ, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিক আহম্মেদ, সময় টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকত, ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বুলবুল আহম্মেদ সোহেল, চ্যালেন২৪ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আহসান সাদিক শাওন, দেশটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাকিব উদ্দিন সহ অন্যান্যরা।

উল্লেখ্য আগামী ৮মার্চ নবনির্মিত কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় চাষাঢ়া রাইফেল ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নিবেন নারায়ণগঞ্জের সকল উপজেলার মুক্তিযোদ্ধারা। বর্ণাঢ্য ওই র‌্যালী বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে শেষ হবে। র‌্যালী চলাকালে বঙ্গবন্ধু সড়কের দুই পাশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য নারায়ণগঞ্জের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

add-content

আরও খবর

পঠিত