নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “ নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডট নেট ” এর এডিটর ইন-চীফ শাহজাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ।
শনিবার এক বিবৃতিতে অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, প্রধান উপদেষ্টা ও সম্পাদক মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, সাব-এডিটর সৈয়দ রিফাত আল রহমান, তথ্য প্রযুক্তি আইনে হয়রাণীমূলক এই মামলাটি দায়েরে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি অবিলম্বে প্রত্যাহারেরও দাবী জানায়।
নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন বলেন, তথ্য ও প্রযুক্তি আইনে ৫৭ ধারাটি কিছু মানুষ অপব্যবহার করছে। ইতোমধ্যেই এটি কালো আইনে পরিচিতি পেয়েছে। আর ৫৭ ধারা সংশোধনে ডিজিটাল সিকিউরিটি আইন প্রক্রিয়াধীণ। যে মামলাটি রুজু করা হয়েছে তা খুবই দু:খ জনক। এসব মামলা আগেও হয়েছে তাই বলে পেশাদার সাংবাদিকরা ভয়ে সাংবাদিকতা ভুলে যায়নি, আর যাবেওনা। বরং হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে বাদি নিজেই খৈ হারিয়ে ফেলেছে এমন উদাহরণ বিদ্যমান। তাছাড়াও সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের ৬ সাংবাদিকের বিরুদ্ধে পৃথকভাবে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার সহ সাংবাদিকদের ৫৭ ধারায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় নারায়ণঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি পুলিশ নথিভুক্ত করে। ফতুল্লার কুড়েরপাড় এলাকার মো. ফালান মিয়ার ছেলে সায়েম আহমেদ বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে ৫৭ ধারায় এই মামলাটি দায়ের করেছে।