নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবদিকদেরকে চোর বলার রাজনীতি ছাড়–ন। তা না হলে অতিতের সকল ক্ষমতাসীনদের মত চরম পতন আসবে। এই পতনের রাজনীতি চাই না বলেই সততা-মেধা ও যোগ্যতার রাজনীতিকদেরকে ঐক্যবদ্ধ করছেন নতুন ধারার রজনীতিকগণ।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩ টায় কাঁটাবনস্থ চিংড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত (শ্রীলঙ্কার জন্য শোক) শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব বেলি মাহমুদা প্রমুখ।