নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম বিনতে জেবিন শেখ বলেছেন,সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশায় থেকে ক্যারিয়ার গড়া যায়। কাজেই কোনক্রমেই এ পেশার মান-মর্যাদা নষ্ট করা যাবেনা।
মঙ্গলবার সকাল ১০টায় দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধাণ ও মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়াসহ অন্যান্য সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তাসনিম বিনতে জেবিন শেখ আরো বলেন, এদেশে অনেক খ্যাতিমান প্রথিতযশা সাংবাদিক ছিলেন যারা আজকে বেঁচে নেই কিন্তু তাদের লিখুনী এবং কর্ম এখনো মানুষ স্মরণ করে।