সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। ২৫ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেন তিনি।

তিন জন ভূমি সহকারী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করে তাদের সর্বোচ্চ সেবা দিতে বলেন। এ সময় তিনি বলেন, জনসাধারণ যাতে কোনো ধরনের হয়রানী বা ভোগান্তির শিকার না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ কার্যকরে আমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

পরিদর্শন শেষে বিভিন্ন গাছের চারা রোপন করেন খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর ইউএনও আরিফা জহুরা, এসিল্যান্ড রুবাইয়া খানম, ফতুল্লা এসিল্যান্ড মো. আবু বকর সরকার ও সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড কোহিনুর আক্তারসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত