সরকার বিএনপিকে নির্বাচন থেকে ধুরে রাখতেই নেত্রীকে কারারুদ্ধ করেছে : কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, সরকার বিএনপিকে নির্বাচন থেকে ধুরে রাখতেই দেশনেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখতে চাইছে। যার ফলসূতিতে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে বিলম্বিত করছে। শুধু তাই নয় কারাবন্দিদের জন্য যেসব আইনি সুযোগ সুবিধা রয়েছে, সেসব থেকেও তাকে বঞ্চিত করে রাখা হচ্ছে।

শুক্রবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে সভাপতির বক্তব্যে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু প্রমূখ।

এ সময় এড. আবুল কালাম আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে ভোটের অধিকার কেড়ে নেয়ার সুযোগ আর দিবে না দেশের জনগণ। বিচার ব্যবস্থা আজ সরকার দ্বারা নিয়ন্ত্রিত গণহারে বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এখনও সময় আছে জনগনের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন সেই সাথে বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও সু-চিকিৎসার ব্যবস্থা করুন।

সহ-সভাপতি এড. জাকির হোসেন বলেন, সরকার ২০১৪ সালের মতো একতরফা সাজানো নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। তারা একদলীয় শাসন ব্যবস্থাকে একটি ভিন্ন খোলস পরিয়ে পাকাপোক্ত করতে চাইছে। কিন্তু তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত করবে জনগন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা এড. রিয়াজ উদ্দিন আহম্মেদ, এড. রফিক আহম্মেদ, এড. আনিসুর রহমান মোল্লা, এড. নয়ন, মাহমুদুর রহমান মাসুম, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আল-আরিফ, সোলেইমান, আয়াত আলী, আলী আকবর, যুবদল নেতা নাজমুল হক রানা, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, আনিসুর রহমান, ফজলুল হক, লিটন মিয়া, সেলিম, সুমন খান, নুরুল ইসলাম, হারুন শেখ, বিল্লাল বেপারী, ছিদ্দিক, ফয়সাল, লিটন, আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম চক্কু, মাকিদ মোস্তাকিম শিপলু, দুলাল হোসেন, আব্দুল হাসিব, অজিৎ, আব্দুর রশিদ হাওলাদার, রাব্বী হোসেন, মির্জা কামালউদ্দিন জনি, মেহেদি হাসান, বন্দর থানা সেচ্ছাসেবক দলের জুয়েল রানা, আনোয়ার, তোফাজ্জল, গিপু, আকাশ, মোক্তার, ইমরান, রিয়াদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সহ-সভাপতি নাজিম পারভেজ, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন ইব্রাহীম, হাবিবুর রহমান সুমন, যুগ্ম-সম্পাদক রাকিবুর রহমান সাগর, ছাত্রদল নেতা মুক্তাদির হুসাইন রিদয়, আলিনুর, নাদিম, মাহমুদ, মুন্না, আমান সিকদার, হাসানুজ্জামান লিমন, আশরাফুল, রনি প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত