নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) বার। আজ ১লা সেপ্টম্বর মঙ্গলবার বেলা ১১টায় নির্মাণাধীন ভবনের কাজের সাইট পরিদর্শনে আসেন।
চলমান নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষ জনক প্রকাশ করে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নির্মাণ কাজের গুনগত মান ঠিক রাখতে বারবার তদারকি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সমাপ্ত হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন প্রচারে সাংবাদিকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (সদর দপ্তর) সুবাস, বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মীর জহিরুল আলম আরেফিন, উপ-সহকারি প্রকৌশলী মো. হাফিজুর রহমান, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল হোসেন হাওলাদার, বন্দর থানার এসআই আনোয়ার হুসাইন, এসআই মাহফুজ রানা, এসআই খায়েরসহ বন্দর থানার অন্যান্য অফিসারবৃন্দ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দর থানায় প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে নব-নির্মাণাধীন ৪ তলা ভবনের নির্মাণ কাজ গত বছরের ৯ আগস্ট উদ্ধোধন হয়েছে। যা পরবর্তী ৫৩৩ দিনের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। ঢালী কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছেন। উন্নয়ন মূলক কাজের বাস্থবায়নে রয়েছে নারায়ণগঞ্জ গনপূর্ত বিভাগ।