সরকারি তোলারাম কলেজে বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সরকারি তোলারাম কলেজ বেসরকারি ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী সরকারি করনের দাবিতে ২২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় তোলারাম কলেজ প্রসঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন, মাস্টার রোল ঐক্য পরিষদের সভাপতি শাহ আলম দাবি জানান এ সময় প্রধানমন্ত্রীর কাছে তিনি বলেন, মাস্টাররোল কর্মচারী হিসেবে কর্মরত বাংলাদেশের সকল কলেজের কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করার দাবীতে সারা বাংলাদেশে এক যুগে মানববন্ধন হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের কলেজ থেকে যেই বেতন পাই ৩ থেকে ৫ হাজার টাকা তা দিয়ে জীবন যাপন পরিবার নিয়ে খুবই কষ্ট কর। প্রধানমন্ত্রীকে লক্ষ করে বলেন, আপনি গরীবের বন্ধু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কে আপনি এমপিও ভুক্ত করেছেন। আর আমরাও সেই সব প্রতিষ্ঠানের পরিবারের অংশ,  আমাদের দিকে আপনার দৃষ্টি কামনা করছি।

মনববন্ধন কর্মসূচি বক্তব্যে রাখেন মাস্টাররোল ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি  জহির সভাপতি,সাংগঠনিক সম্পাদক জুয়েল ও আজিজুল হক। মনববন্ধনকালে আরো উপস্থিত ছিলেন, জহিরুল হক, বশির শিকদার, মহিউদ্দিন, জালালুদ্দীন, সফিক, মিরর প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত