সরকারি গেজেটে নারায়ণগঞ্জের ৪২ জন জুলাই যোদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জুলাইআগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তালিকায় নারায়ণগঞ্জের ৪২ জনের নামজুলাই যোদ্ধাহিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম, সেরকম অতি গুরুতর আহত ১১ জনকেশ্রেণী এবং আর পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম গুরুতর আহত ৩১ জনকেশ্রেণীতে রেখে এই গেজেট প্রকাশিত হয়েছে।

আহতদের ধরন ভেদেক্যাটাগরির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।

শ্রেণীতে নারায়ণগঞ্জ জেলার ১১ জন আহত ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন। তারা হলেন: রূপগঞ্জের গাজী সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জের মো. জুবায়ের হোসেন, রূপগঞ্জের মো. মুরসালিন আলম, রূপগঞ্জের মো. ইসহাক রহমান হাসান, সিদ্ধিরগঞ্জের মো. মাইন উদ্দিন, সোনারগাঁয়ের আনোয়ার, সদর থানার মো. মাহবুব আলম, সিদ্ধিরগঞ্জের মো. ফয়েজ, সিদ্ধিরগঞ্জের মো. আকাশ শেখ, বন্দরের মো. জামাল হোসেন, আড়াইহাজারে মো. রমজান।

শ্রেণীতেতে ৩১ জন তালিকাভুক্ত হয়েছেন, যারা নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন: সিদ্ধিরগঞ্জের বদরুল আমীন তানিম, সোনারগাঁয়ের রুহুল আমিন, ফতুল্লার মো. মোখলেছিন, আড়াইহাজারের ফয়সাল, আড়াইহাজারের মো. মাহবুবুল হক, সোনারগাঁয়ে মো. শরীফ, ফতুল্লার মো. শিহাব হোসেন, সিদ্ধিরগঞ্জের মো. মাহফুজুর রহমান, সিদ্ধিরগঞ্জের মো. জুবায়েত, সিদ্ধিরগঞ্জের লাবীব হাসান, মো. ইব্রাহিম হোসেন, সদর থানা সাইফুল ইসলাম, ফতুল্লার রায়হান, সদর থানার মো. সুমন খান, সিদ্ধিরগঞ্জের সাইদুর রহমান, সিদ্ধিরগঞ্জের সাব্বির হোসেন সুখন, সদর থানার মো. হাসান গাজী, সিদ্ধিরগঞ্জের মো. হাবিবুর রহমান মোল্লা, রূপগঞ্জের মো. আহসানুল হক মিলন, ফতুল্লার মো. সাজিম রহমান, বন্দরের মো. শিহাব উদ্দিন, বন্দরের মেহেদী হাসান ইমন, ফতুল্লার মো. আবুল কালাম আজাদ আতিক, ফতুল্লার মো. রানা, আড়াইহাজারের . কাইয়ুম, সিদ্ধিরগঞ্জের মো. সুমন চৌধুরী, ফতুল্লার মো. রবিউল ইসলাম, আড়াইহাজারের মো. ইমরান হোসেন, আড়াইহাজারে মো. জলিল, সিদ্ধিরগঞ্জের . রশিদ, সোনারগাঁয়ের মো. খোরশেদ আলম।

শ্রেণী তালিকায় যারা অতিগুরুতর আহত বলে বিবেচিত হয়েছেন তারা এককালীন লাখ টাকা পাবেন। ২০২৪২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) লাখ টাকা ২০২৫২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) লাখ টাকা পাবেন। পাশাপাশি মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশিবিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ পুনর্বাসন সুবিধা পাবেন। তারা পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।

গুরুতর আহত হিসেবে বিবেচিতশ্রেণী তালিকার ব্যক্তিরা পাবেন এককালীন লাখ টাকা। ২০২৪২৫ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) লাখ টাকা ২০২৫২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ অগ্রাধিকার ভিত্তিতে সরকারিআধাসরকারি কর্মসংস্থানের সুযোগ পাবেন। তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

add-content

আরও খবর

পঠিত