নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে সরকারি কাজে বাধা সৃষ্টির মামলায় জামিন পেলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শাহ মোবারক হোসেন খান শাহিন ও আব্দুল কাদির। ২৬ জুন রবিবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর আবাসিক বিপনন কেন্দ্র আবিকার কর্মকর্তাদের দায়েরকৃত মামলার শুনানী চলাকালে উল্লেখিতরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালতে তাদের জামিন মঞ্জুর করেন। বন্দর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহ মোবারক হোসেন খান শাহিন ও পৌর যুবলীগ নেতা আবদুল কাদির জামিনে মুক্তি পাওয়ায় এলাকায় স্বস্তির বাতাস বইছে। এদিকে মামলার বাদীর প্রতি এলাকাবাসী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর আবাসিক বিপনন কেন্দ্র আবিকার ব্যবস্থাপক মোমেন তালুকদার, সহকারি প্রকৌশলী মশিউর রহমান, হিলটন পাল ও মোশারফ গংয়ের স্বেচ্ছাচারিতা চরম পর্যায়ে পৌঁছেছে। তারা আতœীয়তার খাতিরে ভিন্ন জেলার ঠিকাদারদের এনে কাজ দিয়ে কৌশলে টু-পাইস হাতিয়ে নিচ্ছে। এসবের প্রতিবাদ করতে গিয়েই যুবলীগ নেতা শাহিন ও কাদিরের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আশু ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী প্রশাসনের উর্দ্ধতন মহল তথা সংশ্লিষ্ট দফতরের বিভাগীয় তদনেতর দাবি জানিয়েছে।