সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞপ্তি  ) :  নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন পরিচালনা কমিটি ও মনোনয়ন বোর্ড গঠন উপলক্ষে সম্মিলিত  আইনজীবী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও নারায়নগঞ্জ  জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসাবে স্বাক্ষরকারী এডভোকেট মোঃ মাসুদ উর রউফ-এর আহ্বানে ২৭ই ডিসেম্বর বুধবার দূপুর ১টায় নারায়নগঞ্জ জেলার বিজ্ঞ পি.পি এডভোকেট এস.এম ওয়াজেদ আলী খোকনের করফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক এডভোকেট মোঃ নূরুল ইসলাম।  সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য ও সমমনা আইনজীবীগনের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট এডভোকেট আব্দুর রশিদ ভূইয়া-কে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির বর্তমান প্রেসিডেন্ট এডভোকেট আনিসুর রহমান দীপু-কে সদস্য সচিব এবং নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলার বিজ্ঞ পি.পি এস.এম ওয়াজেদ আলী খোকন-কে যুগ্ম-সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি ও মনোনয়ন বোর্ড গঠন করা হয়।

উক্ত কমিটিতে সদস্য হিসাবে অন্তর্ভূক্ত আছেন  প্রাক্তন প্রেসিডেন্ট এডভেকেট আমিনুল হক, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক এডভোকেট মোঃ নূরুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, এডভোকেট ইমদাদুল হক তারাজউদ্দিন, এডভোকেট  ফজলুল হক ভূইয়া, এডভোকেট হুমায়ুন কবীর, এডভোকেট কাজী জহিরউদ্দিন কাবলু, এডভোকেট আওলাদ হোসেন, জেলার বিজ্ঞ জি.পি এডভোকেট মেরিনা বেগম, এডভোকেট জিয়া হায়দার ডিপটি, এডভোকেট মনিরুজ্জান বুলবুল, এডভোকেট এ. কে ফজলুল হক, এডভোকেট শরৎ চন্দ্র মন্ডল, এডভোকেট সেলিনা ইয়াসমিন, এডভোকেট সূখ চাঁদ সরকার, এডভোকেট শ্যামল বিশ্বাস প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত