সম্মাননা পেয়ে ভূষিত নারায়ণগঞ্জ কর বাহাদুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শীর্ষ করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান করেছে কর অঞ্চল-নারায়ণগঞ্জ। ২০১৬-২০১৭ করবর্ষে জেলায় কর বাহাদুর পরিবার হিসেবে মো.জসিমউদ্দিন মাসুম ও তার পরিবারকে এবং সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে নাসরিন ওসমান (সার্কেল-৮) কে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। বুধবার ৮ নভেম্বর সকাল সাড়ে ১০টা নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে আয়কর প্রদান করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

কর অঞ্চল-নারায়ণগঞ্জের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার এম. বজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (দক্ষিণ) এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া।

২০১৬-২০১৭ করবর্ষে নারায়ণগঞ্জ জেলায় কর বাহাদুর পরিবার হিসেবে মো.জসিমউদ্দিন মাসুম ও তার পরিবার, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হিসেবে খবির উদ্দিন মোল্লা (সার্কেল-১৪), মো.মিজানুর রহমান মোল্লা (সার্কেল-১৪), মোল্লা মো.মজনু (সার্কেল-১৪), সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে নাসরিন ওসমান (সার্কেল-৮), সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা (৪০ বছর বয়সের নীচে) হিসেবে শামীম এহসান (সার্কেল-১৪), দীর্ঘদিন আয়কর প্রদানের জন্য প্রসাদ কুমার সাহা (সার্কেল-২), ইহসান আহমেদ আহম্মেদ রুমী (সার্কেল-৮) সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হিসেবে হাসান আহমেদ (সার্কেল-৫), হাসমত আলী (সার্কেল-৬), কবির আহমেদ (সার্কেল-৫), সর্বোচ্চ আয়করা প্রদান কারী মহিলা করদাতা হিসেবে নূরজাহান আহমেদ (সার্কেল-৫), সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা (৪০ বছর বয়সের নীচে) হিসেব মিজানুর রহমান (সার্কেল-৩), দীর্ঘদিন আয়কর প্রদানের জন্য মো.রুহুল আমিন (সার্কেল-৩), সৈয়দ আনিসুর রহমানকে (সার্কেল-৩) সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুরষ্কার প্রাপ্ত করদাতাদের স্বাগত জানিয়ে বলেন, সম্মাননা প্রদানের মাধ্যমে আয়কর বিভাগও সম্মানিত হলো। দেশের উন্নয়ন অব্যহত রাখার জন্য আরো বেশি আয়কর প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, যারা আয়কর দেন তারা জাতীয় অর্থনীতির নিউক্লিয়াস। তিনি নিউক্লিয়াস অর্জনে অগ্রণী ভূমিকা পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আয়কর হচ্ছে দেশের প্রতি বিনিয়োগ। আর এ বিনিয়োগ আমাদের কল্যাণেই আবার ফিরে আসে। তাই আমাদের কর প্রদানে সচেষ্ট থাকতে হবে। সম্মাননা প্রাপ্ত করদাতাদের মধ্যে থেকে মো. নজরুল ইসলাম বলেন, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলের আয়কর প্রদান করা নৈতিক দায়িত্ব। আমি এ দায়িত্ব পালন করতে পেরে গর্বিত।

সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নাসরিন ওসমান বলেন, পুরুষদের পাশাপাশি মহিলাদেরও আয়কর প্রদান করে উন্নয়নে সমঅংশীদারিত্ব অর্জন করা উচিৎ। তরুণ করদাতাদের পক্ষে সর্বোচ্চ কর প্রদানকারী বিকেএমই এর দ্বিতীয় সহ-সভাপতি মো.ফজলে শামীম এহসান বলেন, কর প্রদান প্রতিযোগিতা বাংলাদেশের জন্য অবশ্যই শুভ দিন। দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতার মধ্যে এড. রুহুল আমিন বলেন, আজকের এ সম্মাননা উত্তম সেবার জন্য কর অঞ্চলকে উৎসর্গ করলাম।

সভাপতির বক্তব্যে কর অঞ্চল নারায়ণগঞ্জের কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশে এখন রাজস্ব অনুকূল সংস্কৃতি বহমান আছে। এ সংস্কৃতি জোরদারকরণে সকলের সহায়তা কামনা করি। দেশে এখন রাজস্ব অনুকূল সংস্কৃতি বহবান আছে। কর অঞ্চল-নারায়ণগঞ্জে এই সংস্কৃতি অধিকতর জোরদারকরণে সকলের সহয়তা কামনা করেন। তিনি সম্মাননা অনুষ্ঠান সফল করার জন্য অনুষ্ঠানে আগত সকল করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়কর দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০১৭ সফলভাবে সম্পন্ন করায় কর কমিশনার মহোদয় নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারী-বেসরকারী-সায়ত্বশাসিত প্রতিষ্ঠান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সংবাদকর্মী, তোলারাম কলেজের সহায়তাকারী শিক্ষার্থী, গালর্স গাইডের কর্মী এবং কর অঞ্চল-নারায়ণগঞ্জের সকল কর্মকর্তাসহ সকল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল-নারায়ণগঞ্জ প্রতিবছর দীর্ঘ সময় আয়কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী, মহিলা ও তরুণ সর্বোচ্চ প্রদানকারীদের সম্মাননা দিয়ে আসছে।

add-content

আরও খবর

পঠিত