সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, বন্দর জেনারেল হাসপাতালে ঘেরাও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : বন্দর জেনারেল হাসপাতালকে ঢাল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লি: নামে একটি এনজিওর বিরুদ্ধে। টাকা আদায়ের লক্ষে বুধবার (২৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচী করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এসময় তারা প্রতিষ্ঠান ঘেরাও ও সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে পুলিশ এসে পরিবেশ শান্ত করে।

গ্রাহকদের দাবী, বন্দর জেনারেল হাসপাতালকে দেখিয়ে তাদের সাথে প্রতারণা করে প্রায় দুই হাজার গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়েছে মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লোকেরা, যার অন্যতম হোতা হাসপাতালের পরিচালক নিপু দাস।

জানা গেছে, নারায়ণগঞ্জ বন্দর ১নং খেয়াঘাটের মাঝি সমিতির সাবেক সভাপতি শিবু দাসের ছেলে নিপু দাস। হঠাৎ করেই বর্তমানে বিপুল টাকা মালিক বুনে গেছে। তবে এ বিষয়ে অস্বিকার করে তিনি জানিয়েছেন, সমিতি চালাতো তার বোন জামাই দিলিপ। সে এ বিষয়ে কিছু জানে না।

এদিকে গ্রাহকদের জমানো টাকা ফেরত পেতে মাসের পর মাস হয়রানী স্বীকার হতে হচ্ছে ভুক্তভোগীদের। টাকার জন্য চাপ দিলে নিজেরাই হাসপাতাল ভাংচুর করে গ্রাহকদের মামলার ভয়ভীতি দেখায় নিপু দাসের পিতা প্রতারক শিবু দাস। এমন অভিযোগ ভুক্তভোগীদের।

খোঁজ নিয়ে জানা যায়, বন্দর জেনারেল হাসপাতালের পরিচালক নিপু দাসের প্রতারণার স্বীকার গ্রাহক, আমেনা বেগম ২৫ লক্ষ টাকা, লিজা ৩ লক্ষ ৫০ হাজার টাকা, সোহাগ ৩ লক্ষ টাকা, রানুর ১ লক্ষ টাকা, আনছার মিয়ার ৬০ হাজার টাকা, আওয়াল ১৭ হাজার টাকা, তিননাথ ৬ হাজার টাকা, সুরিয়া ৪ হাজার ৫শত টাকা, রবি ২০ হাজার টাকা, মনু ৬ হাজার টাকা, হালিমা ৮০ হাজার টাকা, ডা: রাসেল ৭ হাজার টাকাসহ অসখ্য গ্রাহকের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়।

গ্রাহকরা জানায়, টাকার জন্য মাসের পর মাস ঘুরেও টাকা দিচ্ছে না প্রতারক নিপু দাস। আমাদের টাকা উদ্ধার এবং হাসপাতালের অন্তরালে মানুষের সাথে প্রতারণা প্রতারক নিপু দাস ও তার পিতা শিবু দাসের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেন।

add-content

আরও খবর

পঠিত