সমাপনী-ইবতেদায়ীর ফলে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপণী (পিইসসি) পরীক্ষায় পাশ করেছে ৯৯.৪১ শতাংশ এবং ইবতেদায়ী পরীক্ষায় ৯৭.০৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ ও পাসের হার দুইদিকেই ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।

এ বছর নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছে ৫১ হাজার ৫শত ৭০ জন  শিক্ষার্থী।  মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯শত ১৬ জন শিক্ষার্থী।  সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা বিভাগের সূত্রে জানা যায় :

প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষা :  প্রাথমিক থেকে ৪৮ হাজার ৪ শত ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  এর মধ্যে  ছেলে ২২ হাজার ২শত ১ জন অংশগ্রহণকারী ছেলের মধ্যে শিক্ষার্থী কৃতকার্য হয়েছে  ২২ হাজার ৯৮ জন  ও অকৃতকার্য  হয়েছে ১শত ৩ জন এবং ২৬ হাজার ২শত ৬০ জন মেয়ের মধ্যে কৃতকার্য হয়েছে  ২৬ হাজার ১শত ৭৮ জন ও অকৃতকার্য  হয়েছে ৮২ জন মেয়ে শিক্ষার্থী।

মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬শত ৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেরা পেয়েছে  ৩ হাজার ৩শত ১৮ জন ও ৪ হাজার ৫শত ৬০ জন মেয়ে।

ইবতেদায়ী  শিক্ষা সমাপনী পরীক্ষা : ইবতেদায়ী থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ হাজার ২শত ৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে  ১ হাজার ৬শত জন ৫৬ জন অংশগ্রহণকারী ছেলের মধ্যে কৃতকার্য হয়েছে  ১ হাজার ৬শত ২০ জন ও অকৃতকার্য হয়েছে ৩৬ জন।  ১ হাজার ৬শত  ৩৮ জন মেয়ের মধ্যে কৃতকার্য হয়েছে  ১ হাজার ৬শত ১১ জন শিক্ষার্থী ও অকৃতকার্য হয়েছে ২৭ জন শিক্ষার্থী।

জিপিএ-৫ পেয়েছে ছেলেদের মধ্যে ৮৯ জন শিক্ষার্থী এবং মেয়েদের মধ্যে ১২৯ জন শিক্ষার্থী।

প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল বলেন, ফলাফল ভালো হয়েছে। সবচেয়ে চমৎকার ব্যাপার হল ফলাফল ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। এমনকি দেখবেন পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণও বেশি।

তিনি আরও বলেন, সবাইকে শুভ কামনা। যারা অকৃতকার্য হয়েছে তাদেও উদ্দেশ্যে বলব মন ছোট না করে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যাতে সামনে ভালো ফলাফল করতে পারো।

প্রসঙ্গত, এ বছর নারায়ণগঞ্জ জেলা হতে ১৫৭ টি কেন্দ্রে ৫১ হাজার ৮শত ৮৪ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রাথমিক থেকে ৪৮ হাজার ৫শত ২১ জন, ইবতেদায়ী থেকে অংশগ্রহণ করেছে  ৩ হাজার ২শত ৯৮ জন শিক্ষার্থী।

add-content

আরও খবর

পঠিত