নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : বৃহত্তর মাসদাইর এলাকার ৮নং ওয়ার্ড এর বাসিন্দা তরুন ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল গাফ্ফার সমাজের সেবা করেই বাকী জীবন কাটাতে চান। বিগত দিনে সমাজে বিভিন্ন উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। স্থানীয় এলাকাবাসী আলফালাহ জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। দায়িত্ব নেওয়ার পর মসজিদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বর্তমানে উক্ত মসজিদের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। মাসদাইর আব্দুল হাই মন্ডল মেম্বারের বাড়ীর সামনে হইতে বিসিক সংলগ্ন কাইউমদের বাড়ী পর্যন্ত ড্রেনটির নির্মাণ কাজের দায়িত্ব নিয়ে নিজ পকেটের অর্থ ব্যয় করে কাজটি সম্পন্ন করেন যাহা এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে।
এক প্রতিক্রিয়ায় আব্দুল গাফ্ফার বলেন, ছোট বেলা থেকেই সমাজের উন্নয়ন কাজে জড়িত হয়ে কাজ করেছি এবং যতদিন বেচে আছি উন্নয়নের ভূমিকা রেখে যাব। স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত হলেও নিজেকে সমাজের কর্মী হিসেবে মনে করেন। আব্দুল গাফ্ফার ৮নং ওয়ার্ডের উন্নয়নে বিগত দিনে যেমন মরহুম আব্দুল হাই মন্ডল মেম্বার তার ছেলে আসলাম মন্ডল সহ সমাজের যারাই জড়িত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ার্ডবাসীর দোয়া প্রার্থনা করেন। তার সহযোগি মোঃ খলিল বলেন আব্দুল গাফ্ফার স্থানীয় মোঃ মোতালেব মিয়ার ছেলে নিজ ব্যবসার পাশাপাশি সমাজের উন্নয়নে সব সময় ভুমিকা রেখেছেন দাবী করে বলেন আমাদের এলাকাটি অনুন্নত ছিল মেম্বার এবং সমাজকর্মীদের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার রাস্তা-ঘাট, মসজিদ, ড্রেন নানা সমস্যা সমাধান হয়েছে।
এরমধ্যে আব্দুল গাফ্ফারের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানান। আব্দুল গাফ্ফার বলেন সমাজের কাজ করতে গিয়ে সবসময় নিজেকে গর্ববোধ করি। আমি পিতার ব্যবসার দেখাশোনার পাশাপাশি সবসময় এলাকার অবহেলিত মানুষের পক্ষে কাজ করি। অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকার জনসংখ্যার বৃদ্ধি হলেও প্রশাসনের তদারিক শান্তিময় রয়েছে। নিজের জন্য সকলের কাছে দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে বলেন সম সময় যেন সমাজের কাজে নিয়োজিত থাকতে পারি মহান সৃষ্টিকর্তার কাছে সেই কামনাই করি।