সমাজটা রাজনীতিবীদ, প্রশাসন কারো একার নয় : জুয়েল হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মো. জুয়েল হোসেন বলেছেন, যে যার অবস্থান থেকে সমাজের প্রতি খেয়াল রাখতে হবে। চাচারা, বাবারা, খেয়াল রাখবেন, আপনার সন্তানরা যাতে কোনভাবেই মাদকের সাথে সম্পৃক্ত না হয়। এই সমাজটা রাজনীতিবীদদের একার নয়, এই সমাজটা প্রশাসনের একার নয়, এই সমাজটা সাংবাদিকদের একার নয়, এই সমাজটা আপনার, আমার, সবার। এই সমাজটাকে সুন্দর করে গড়ার দায়িত্বটাও সকলের।

বুধবার (১১ সেপ্টেম্বর) স্বেচ্ছা সেবক লীগ নেতা মোহাম্মদ আরিফ এর রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠোনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে বাদ যোহর ফতুল্লার তক্কার মাঠ বুড়ির গেরেজ এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শাহিন আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সমাচারের সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. সজিব মোল্লা, কায্য নির্বাহি সদস্য আবুবকর সিদ্দিকী বাবু, মো. রফিকুল ইসলাম সুমন, আজহার আলী রাসেল, ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান দিপ্ত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত