নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ শাখার ২০২৫-২০২৭ কার্যবর্ষের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাজধানীর পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিনা তাজরিন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সুমিত দাস। সাধারণ সম্পাদক হিসেবে পৃথ্বী সাহা বাপ্পা, সাংগঠনিক সম্পাদক দীপা পোদ্দার এবং অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন শ্যামল মাটি।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মৃত্তিকা কবীর, পাঠচক্র সম্পাদক হুমায়রা মূর্ছনা, গঙ্গাফড়িং সম্পাদক অচিন অপরূপ, সাংস্কৃতিক স্কুল সম্পাদক অনির্বাণ জয় এবং মানুষ চারুচর্চা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর শিশির।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অমল আকাশ, সুব্রত দাস ও সজীব ঘোষ।