নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : একনেক সভায় নারায়ণগঞ্জের কদম রসুল সেতু প্রকল্প পাশ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, শেখ হাসিনা আমাদের আশা পূরণ করেছেন। বন্দরবাসীর জন্য সেতুটি আশীর্বাদ। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সহ প্রত্যেকটি সংসদীয় আসনেই আমরা নৌকার প্রার্থী চাই। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রীর সুদীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক প্রজ্ঞায় তিনি যদি ভিন্ন কোন সিদ্ধান্ত নেন। আমরা নির্দ্বিধায় সে সিদ্ধান্ত মেনে নেবো। ১০ অক্টোবর বুধবার বিকালে বন্দর উপজেলার নবীগঞ্জ কদম রসুল দরগায় শোকরিয়া ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহসভাপতি আরজু রহমান ভূইয়া, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আমরা একটি সেতু পেতে যাচ্ছি। এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে চাই।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র আফসানা বিভা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, কাউন্সিলর ও বিএনপি নেত্রী দিনা, বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খুরশীদ আলম সাগর ও প্রমুখ।