সবুজ বাংলা মাল্টিপারপাসের নামে টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাত ) : রুপগঞ্জে সবুজ বাংলা মাল্টিপারপাস এর ক্যাশিয়ারের নামে প্রায় ১২ কোটি টাকা আত্মসাথের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা  জানায়  সবুজ বাংলা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটির সভাপতি ছিলেন মো. সাহাবদ্দিন ভূইয়া (৫৫) পিতা মৃত সাহেব আলী ভূইয়া, রুহুল আমীন (ক্যাশিয়ার) (৩৬) বাবার নাম মৃত আফজাল হোসেন, উভয় সাং বাগবেড়,  ফিরুজ (মহা সচিব ৪০) পিতা ওহাদ আলী সাং দক্ষিনবাগ টেকবাড়ি, উভয় থানা রুপগঞ্জ।

মানুষকে বেশি টাকার লোভ দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় রুপগঞ্জ থানার বাগবেড় সিটিমার্কেট ও এর আসে পাশের গ্রামের অসহায় গরিব দিন মজুর পূর্বাচলে ক্ষতিগ্রস্থ আদিবাসীদের কাছ থেকে মাল্টিপারপাসের নামে টাকা সংগ্রহ করেছে। বিশেষ করে রুহুল আমীন মানুষের কাছ থেকে মোটা লাভের লোভ দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে সবুজ বাংলা মাল্টিপারপাসের নামে।

এলাকাবাসীর অভিযোগ, আামাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সে নিজের নামে বাড়ি এমন কি পূর্বাচলে প্লট ও প্রচুর পরিমানে জমি ক্রয় করেছে। বার বার স্থানীয় সংসদ সদস্য জনাব গোলাম দস্তগীর গাজীর কাছে এ ব্যপারে অভিযোগ জানালেও আজ প্রায় ৭ বছর যাবৎ এর কোন সুরহা পাচ্ছিনা আমারা। এদিকে উপজেলা নির্বাহী অফিস এমনকি থানায় বার বার অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ।

সর্বশেষ গত কিছু দিন আগে মো. আক্তার হোসেনের অভিযোগের ভিক্তিতে রুহুল আমীনকে থানায় ধরে নিয়ে আসলে গত ১৭ সেপ্টেম্বর মধ্যে সকলের পাওনা টাকা বুঝিয়ে দেয়ার মোছলেকা দিলে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ছেড়ে দেয়। প্রতিবেদন লেখা অবধি আজও তার কোন সমাধান হয়নি।

বরং পাওনাদারদের অভিযোগ, রুহুলের কাছে টাকা চাইতে গেলে মৃত্যুও হুমকি এমনকি মারধর এর শিকার পর্যন্ত হতে হচ্ছে।  সে নিজেকে আওয়ামীলীগের নেতা বলে দাবী করে। এলাকার সাধারন মানুষ জানায়, মানুষের টাকা আতœসাৎ করার জন্য সে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেছে।

add-content

আরও খবর

পঠিত