সবার উচিৎ মোদীকে স্বাগত জানানো : সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আওয়ামী লীগের সাধারণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু এবং তারা সর্বাত্মকভাবে সহায়তা করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। যারা মোদীর এ সফরের বিরোধিতা করছেন, তাদের সবার উচিৎ মোদীকে স্বাগত জানানো। সোমবার (২ মার্চ) সচিবালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, যারা নরেন্দ্র মোদীর আগমনে বিরোধিতা করে স্লোগান দিচ্ছেন, সরকার তাদের নিয়ে বিব্রত নয়। তারা গণতান্ত্রিক অধিকার পালন করছেন। তবে সবার উচিৎ মুজিববর্ষে সম্মানিত অতিথি হিসেবে মোদীকে স্বাগত জানানো।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পরের দিন ১৮ মার্চ দুদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে দুদেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

add-content

আরও খবর

পঠিত